প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন নির্বাচন থেকে সরে দাড়ালেন মোহাম্মদ আলী

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। শুক্রবার দুপুরে তিনি ঢাকায় আনুষ্ঠানিকভাবে সরে দাড়ানোর ঘোষণা দেন। এ সময় তার সাথে ছিলেন এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন।প্রতীক বরাদ্দ হওয়ার দুই দিন পর এমন বার্তায় মোহাম্মদ আলীর কর্মী সমর্থকদের মাঝে ব্যাপক তোলপাড় ও হতাশা দেখা দিয়েছে।
জানা যায়, টাঙ্গাইল-১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। তিনি এই আসনে ২বার বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামেন সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী। বিদ্রোহী এই প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক, জিয়া পরিষদের পরিচালক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হলে নির্বাচন কমিশনে আপিল করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়। প্রতীক বরাদ্দ প্রাপ্তির পর ২১ জানুয়রি দল থেকে বহিষ্কার হন মোহাম্মদ আলী। বহিষ্কারাদেশের এক দিন পর ২৩ ফেব্রুয়ারি নির্বাচন থেকে সরে দাড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়ে।
শুক্রবার দুপুরে এই গুঞ্জনের অবসান ঘটিয়ে মোহাম্মদ আলী নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন।
মোহাম্মদ আলী নির্বাচন থেকে সরে দাড়ানোর ফলে তার অনুসারীদের মাঝে হাতাশা দেখা দিয়েছে। মধুপুর পৌরশহরের বাসিন্দা ইসমাইল হোসেন জানান, আমরা মাঠে ঘাটে কাজ করেছি মোহাম্মদ আলীর জন্য। হঠাৎ সরে দাড়ানোতে ভোটারদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। আর মোহাম্মদ আলীর অনুসারীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com